ফের চ্যাম্পিয়ন টেলিটক সেলস, ডিস্ট্রিবিউশন অ্যান্ড সিআরএম

৪ জানুয়ারি, ২০২০ ১৭:৫৯  
রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান টেলিটক বাংলাদেশের অষ্টম আন্তঃবিভাগীয় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছে টেলিটক সেলস, ডিস্ট্রিবিউশন অ্যান্ড সিআরএম। গত বছর ফেব্রুয়ারিতেত সপ্তম আসরেও এই টিমটিই সেরার মুকুট অর্জন করেছিলো। তবে গতবছর মার্কেটিং অ্যান্ড ভাস বিভাগ রানার্সআপ হলেও এবার এই জায়গাটি দখল করে নিয়েছে মিস্টেম অ্যান্ড অপারেশন। চারটি দলের টুর্নামেন্টটি ৫ ওভারে অনুষ্ঠিত হলেও শিরোপা নির্ধারণী খেলা হয় ৬ ওভারে। খেলায় ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন সেলস, ডিস্ট্রিবিউশন ও সিআরএম বিভাগের আসিবুর রহমান এবং ম্যান অব দ্য সিরিজ হয়েছেন অপারেশন বিভাগের মাহবুবুর রহমান। শনিবার (৪ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠে টেলিটক আন্ত:বিভাগ ক্রিকেট টুর্নামেন্ট প্রতিযোগিতায় বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। এসময় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো: নূর-উর- রহমান এবং টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মো: সাহাব উদ্দিন উপস্থিত ছিলেন।